বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিযোগীতা ও ব্যাটমিন্টন টুর্নামেন্ট

প্রকাশিত : ৫:০০ পূর্বাহ্ন বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রায়হান সিকদার,দেশবাংলাঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলায় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজে মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা এবং অন্তঃ কলেজ এবং শিক্ষক কর্মচারি ঐক্য পরিষদ ব্যাটমিন্টন টুর্নামেন্ট ও বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২১ ফেব্রুয়ারি বিকেলে কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল ড. মোহাম্মদ রেজাউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরফুল কবির সেলিম, কলেজ পরিচালনা কমিটির সদস্য,দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোজাহিদ বিন আলম, কলেজের সদস্য গৌড়স্হান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খাঁন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারি, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান।অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের রুমি দাশ ও কলেজের সকল অধ্যাপক-অধ্যাপিকা ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন