শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পুণরায় আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন

প্রকাশিত : ৬:৫৮ অপরাহ্ন শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২১ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয়ের উপ- পরিদর্শক আবুল বশরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিনকে পুণরায় সভাপতি করে ১১জন বিশিষ্ঠ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে অন্যানারা হল যথাক্রমে বিদ্যালয়ের সদস্য সচিব ও প্রধান শিক্ষক ফৌজলুল করিম, দাতা সদস্য আবু তাহের,অভিভাবক সদস্য আবদুল আলম,ইয়াছিন আরফাত, মহি উদ্দিন, শাহাব উদ্দিন,সংরক্ষিত মহিলা সদস্য জয়নাব বেগম,সাধারণ শিক্ষক সদস্য আবদুস ছালাম, ওসমান গনি, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রাখী রাণী দাশ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুণরায় নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন জানান,মহান আল্লাহ রাব্বুল আলেমীনের কাছে লাখো,কোটি শোকরিয়া এ বিদ্যালয়ে পুণরায় দায়িত্ব পাওয়ায়। আমি এ বিদ্যালয়ের শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন করতে কাজ করেছি।বিগত দু বারে সভাপতি ছিলাম,কোন অন্যায়, অনিয়ম কাজকে প্রশ্রয় দিইনি।শিক্ষক-শিক্ষিকাদের সবসময় পড়ালেখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছি। এ স্কুলকে আধুনিকায়ন করতে কাজ করে যাচ্ছি। কারণ আমাদের বিদ্যালয়ের অনেক ঐতিহ্য,সুনাম রয়েছে,আমি এ বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে চাই। দীর্ঘদিনের এ বিদ্যালয়টি শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করতে কাজ করবো ইনশাল্লাহ।

আমাকে এ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় লোহাগাড়ার সুর্যসন্তান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্রদ্ধেয় দাদা ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রদ্ধেয় আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন প্রথম ছয় মাস এডহক কমিটি, দ্বিতীয়বারে পরিচালনা কমিটি এবং এবারে ম্যানেজিং কমিটির সভাপতিসহ তিনবারের মত বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন