শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কৃষি জমির টপসয়েল কাটার দায়ে লোহাগাড়ায় দু` ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ৬:৫০ অপরাহ্ন শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেলাল উদ্দিন এবং কামাল হোসন নামে দু ব্যক্তিকে ২ লাখ ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ২টার দিকে উপজেলার আধুনগর রুপবান পাড়া ও সদরের রশিদের পাড়ায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে আনসার বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের স্টাফগণ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,উপজেলার আধুনগর রুপবান পাড়া এলাকা এবং সদরের রশিদের পাড়া এলাকা থেকে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল প্রভাবশালীরা। এমন খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে জমির টপসয়েল কাটার দায়ে বেলাল কে ২লাখ এবং কামাল হোসনকে ৫০হাজার টাকাসহ মোট ২ লাখ ৫০হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন