শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

এমপি আবদুল মোতালেব সিআইপির সাথে লোহাগাড়া-সাতকানিয়ার পিআইওদের মতবিনিময়

প্রকাশিত : ৬:৩৯ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপির সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো: মাহবুব আলম শাওন ভূঞা এবং সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোহাম্মদ কামরুল হোসাইনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৩ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামস্থ এমপি আবদুল মোতালেব সিআইপির বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে নব নির্বাচিত সাংসদ আবদুল মোতালেব সিআইপিকে ফুলের শুভেচ্ছা জানান লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো: মাহবুব আলম শাওন ভূঞা এবং সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোহাম্মদ কামরুল হোসাইন।সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্পগুলো সুন্দরভাবে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করা হয়।

আরো পড়ুন