সোমবার, ১৭ জুন ২০২৪

পুণরায় সুখছড়ি রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম

প্রকাশিত : ১১:৪৫ অপরাহ্ন সোমবার, ১৭ জুন ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুখছড়ি রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক, ফুলকলি শো রুম লোহাগাড়া শাখার স্বত্বাধিকারী মুুহাম্মদ সাইফুল ইসলাম।

সকলের সম্মতিক্রমে তাকে পুণরায়  সভাপতি নির্বাচিত হন তিনি।

নব নির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম জানান, এ বিদ্যালয়ের পাশে আমার বাড়ি। বিদ্যালয়ের উন্নয়নে এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। শিক্ষার মানোন্নয় এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আমার লক্ষ্যে। আমি চাই এ বিদ্যালয়ের শিক্ষার মান আরও অনেক এগিয়ে যাবে।

মোঃ সাইফুল ইসলামকে পুণরায় সুখছড়ি রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো পড়ুন