সোমবার, ১৭ জুন ২০২৪

স্মার্ট লোহাগাড়া গড়তে দলমত নির্বিশেষে আনারস মার্কায় ভোট চাইলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরী

প্রকাশিত : ১১:৩০ অপরাহ্ন সোমবার, ১৭ জুন ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণা ও গনসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও গনসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন।নানান প্রতিশ্রুতি দিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে আনারস প্রতীকে ভোট ভিক্ষা চেয়েছেন তিনি। সাধারণ মানুষ আনারস প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম চৌধুরী জানান, আমি দলমত নির্বিশেষে আনারস প্রতীকে সবার কাছ থেকে ভোট কামনা করছি। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে জনগণের পাশে থেকে কাজ করে যাবো ইনশাল্লাহ। খোরশেদ আলম চৌধুরী জানান,উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই। আগামী ৫জুন নির্বাচনে আনারস প্রতীকে সকলের কাছে একটি করে ভোট ভিক্ষা চেয়েছেন তিনি।

আরো পড়ুন