রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:০৩ পূর্বাহ্ন রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
অবশেষে সেই রকি বড়ুয়া চট্টগ্রামে র্যাব-৭ এর হাতে গ্রেফতার হওয়ায় লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় আনন্দ এক মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৫ টায় চরম্বা এলাকায় রকি বড়ুয়া নিজ এলাকায় এ আনন্দ মিছিল বের হয়।
চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন এ আনন্দ মিছিলে নেতৃত্ব দেন।
আজীবন সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তির জন্য রকি বড়ুয়ার বাড়িতে সাঈদীর ছেলে সহ জামায়াতে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা বৈঠক, মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে চরম্বা বিবিরবিলা এলাকায় বৌদ্ধ মন্দির ভাংচুর করে নাটকীয় মামলা প্রত্যহারের দাবীমে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিক হয়। এর পরপরেই ১২ মে দিবাগত রাতে চট্টগ্রামস্থ তার নিজ বাসায় বিদেশী পিস্তল, মদ, নরতকীসহ চার সহযোগীকে আটক করে র্যাব-৭।
র্যাবের হাতে গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সচেতন মহল আনন্দ মিছিল বের করেন।