শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:০৩ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
,”””””””’ ””””””’
আ ছ ম ছলীমুল্লাহ
“””””””‘””””'”””””””
সুপ্রিয় রায়হান একান্ত আপন
সংবাদ জগতের আইকন
সঠিক সংবাদ তথ্য নির্ভর
করে যায় উপস্থাপন ।
ভালোবাসা আন্তরিক তার প্রতি
ভালোবাসে সে আলেমদের
ভালোবাসা তার জনতাকে ঘিরে
অগ্রগণ্য রাখে তবে আমাদের।
মিডিয়ার প্রায় সব স্তরে
তার আছে বেশ পদচারণা
বস্তুনিষ্ঠ খবর পরিবেশনে
পাওয়া যায় যার নমুনা।
দোয়া করি এগিয়ে যাও
এ ময়দানে তুমি অনেক দূর
সাহস হিম্মত সম্বল হোক
সত্য প্রচারে হও বাহাদূর।
ধন্যবাদ সুপ্রিয়।
লিখকঃ
মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ।
অধ্যক্ষ, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল(ডিগ্র) মাদ্রাসা
খতিব, লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদ।