শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের ২১জন কৃতি শিক্ষার্থীকে আহমদুর রহমান ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রকাশিত : ৫:৩৭ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা নিকেতন সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান ও বার্ষিক পুরুষ্কার বিতরণী ২৮জানুয়ারী সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সম্পন্ন করা হয়েছে।

অনুষ্টান শেষে অত্র এলাকার কৃতি সন্তান মরহুম আলহাজ্ব আহমদুর রহমান প্রকাশ আহমদ মেম্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে ২১জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

২১জন কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ।
গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিস্ট মোহাম্মদ হোসেন`র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এয়াকুব আলী।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য,আহমদুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এ. রহমান মার্কেটের স্বত্বাধিকারী, আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক আলহাজ্ব রশিদ আহমদ,প্রবীণ শিক্ষাবিদ জয়দত্ত বড়ুয়া, বিদ্যালয়ের দাতা সদস্য মুহাম্মদ নুরুল কবির,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাঃ মহি উদ্দিন।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন