শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সি,এম,পি র ট্রাফিক পুলিশ সার্জেন্ট রহমান ভাই এবং একজন রাইডার

প্রকাশিত : ৫:৩৭ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

——————————————এই যে ভাই, একটু দাঁড়ান,,,কাজীর দেউড়ী মোড় অতিক্রমণ কালে এরকম ড়াক শুনে ব্রেক করলাম।পুলিশ সার্জেন্ট গাড়ির কাগজপত্র চেক করছিল,দেখলাম উনি আমার দিকে এগিয়ে আসছিল।কাছাকাছি এসে বললেন গাড়িটা সাইড় করুন,ভাবলাম কাগজপত্র চেক করবেন,,,সাইড় করার পর তিনি আমার দিকে অনেক্ষণ তাকিয়ে থাকলেন,, আপনাকে কোথায় দেখেছি বলুনতো?
পরক্ষণে আবার প্রশ্ন করলেন, আপনি কি রাইড় শেয়ার করেন? আমি মাথা নেড়ে হ্যা বললাম।
তিনি আমাকে বাইকটি নিয়ে পুলিশ বক্সে আসতে বললেন।তাই করলাম।চেয়ারে বসালেন, আঁখের জুস নিয়ে এসে খাওয়ালেন,, ফাঁকে গাড়ির কাগজপত্র দেখলেন।দু চারমিনিট আলাপচারিতার পর ভাই বলে বুকে জড়িয়ে ধরলেন,যে কোন বিপদে সহযোগীতার আশ্বাস দিয়ে আমার সময় নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে বিদায় দিলেন।
আমার গাড়ির চাকা ঘুরতে লাগল আর পুলিশ সার্জেন্ট রহমান ভাইয়ের জন্য মনের অজান্তে শ্রদ্ধা, ভালবাসা বাড়তে লাগল।
একজন রাইডার হিসেবে সম্মানিত বোধ করলাম এবং দেশের এমন পুলিশ অফিসারের জন্য গর্ব অনুভব করলাম। পেকুয়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজুর আইডি থেকে

আরো পড়ুন