শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাতকানিয়ায় ত্রাণ নিয়ে অসহায়দের ঘরে ঘরে হাসানুজ্জামান মোল্যা

প্রকাশিত : ৭:৫৮ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় গৃহবন্দি হত দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাতকানিয়া থানা পুলিশ।

৩১ মার্চ(মঙ্গলবার) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রাশিদুল হক পিপিএম এর নির্দেশ মোতাবেক সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র শ্রমজীবী মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির।

বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল,২কেজি আটা, ১ কেজি ডাল, ১কেজি লবণ ১লিটার তেল।

এ সংকটময় পরিস্থিতি পুলিশ সব সময় জনগণের পাশে আছে,সাধারণ মানুষ সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার অনুরোধ এবং যেকোনো প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহবান দুই থানা পুলিশের।

আরো পড়ুন