শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৯:০৭ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
সাতকানিয়ায় ট্রাক ভর্তি ২`শ ফুট গর্জন কাঠ জব্দ করেছে মাদার্শা বন বিভাগ।
গত ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় মাদার্শা রেঞ্জের আওতাধীন সাতকানিয়ার দেওদিঘী এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
বিষয়টি মাদার্শা বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল হোসেন নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চুনতি বাজার হয়ে বড়হাতিয়া যোগে ট্রাকভর্তি চোরাইকৃত ২০০ফুট গর্জন কাঠ পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদার্শা বন রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল হোসেনের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সেখানে অভিযান চালায়।এসময় ট্রাকসহ কাঠ জব্দ করলেও চালক দ্রুত পালিয়ে যায়।
মাদার্শা বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল হোসেন জানান,২১ফেব্রুয়ারি দিবাগত রাতে চুনতি এলাকার ট্রাক ভর্তি কাঠ বড়হাতিয়া যোগে সুকৌশলে পাচার করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে দেওদিঘী এলাকা হতে ট্রাকভর্তি ২০০ ফুট গর্জন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত গর্জনকাঠের মূল্য প্রায় ২লক্ষ টাকা বলেও তিনি জানান।
বর্তমানে ট্রাকভর্তি কাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।