শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:৩০ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পুটিবিলা ইউনিয়ন বেশ পরিচিত। এ ইউনিয়নের প্রায়ই জনগণ পাহাড়ী অঞ্চলে বসবাস করে থাকে। দুর্গম পাহাড়ী এলাকা হিসেবে পুটিবিলা ৬নং ওয়ার্ড পহরচাঁন্দা গ্রাম। এ গ্রামে হাজার হাজার মানুষের বসবাস। বিগত ইউপি নির্বাচনে পুটিবিলা ইউনিয়ন পরিষদে ৬নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হন সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ মোজাফ্ফর আহমদ।
তিনি পহরচাঁন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন।
সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজ্বী মুহাম্মদ ইউনুছ ও পুটিবিলা ৬নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মুহাম্মদ মোজাফ্ফর আহমদের আন্তরিকতায় পহরচাঁন্দা গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২টি পিআইও ব্রিজ নির্মাণ করা হয়েছে।
পহরচাঁন্দা বাগান পাড়া এলাকায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে একটি ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে এবং পুটিবিলা পহরচাঁন্দা সংযোগ সড়ক বড়ুয়া পাড়ায় ২১লক্ষ টাকা ব্যয়ে একটি ব্রিজ চলমান রয়েছে।
এসময় এসব সড়কে ব্রিজ না থাকার কারণে এ গ্রামের মানুষ যাতায়াতে অনেক কষ্ট ছিল। যাতায়াতে জনগণের কষ্টের সীমা ছিলনা। স্হানীয় ইউপি সদস্য পহরচাঁন্দা গ্রামের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।তিনি ইউপি সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার রাস্তাঘাট কালভার্ট সহ বিভিন্ন উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
পুটিবিলা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মুহাম্মদ মোজাফ্ফর আহমদ
জানান, তার স্বপ্ন ছিল এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করার। মাননীয় এমপি মহোদয় ও ইউপি চেয়ারম্যানের আন্তরিকতায় তার গ্রামে রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। তিনি আরো জানান, তার গ্রামে বাগান পাড়ায় ১৬ লক্ষ ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং পুটিবিলা পহরচাঁন্দা সংযোগ সড়ক
বড়ুয়া পাড়া ২১লক্ষ টাকা ব্যয়ে আরেকটি ব্রিজের কাজ চলমান রয়েছে।
পহরচাঁন্দা গ্রামে ২টি পিআইও ব্রিজ নির্মাণ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুটিবিলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ, স্হানীয় ইউপি সদস্য আলহাজ্ব মুহাম্মদ মোজাফ্ফর আহমদ ও পহরচাঁন্দা গ্রামের সর্বস্তরের জনসাধারণ।