বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ভবন উদ্ধোধনে সাংসদ প্রফেসর ড.নদভী

প্রকাশিত : ১০:২১ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার

চট্টগ্রাম – ১৫ আসনের সংসদ সদস্য, আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী নদভী বলেছেন, প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াতে হবে।

দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার সমান সুযোগ দিতে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সারাদেশে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে এবং বিভিন্ন নির্দেশনা দিচ্ছে সে অনুযায়ী এগিয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন, অটিস্টিক বাচ্চারা খুবই মেধাবী হয়। প্রতিবন্ধীদের পাশে সরকার সবসময় পাশে রয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীরা যেন সমাজে সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন সে ব্যবস্থা করে যাচ্ছেন।

মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়ন শাহপীর পাইল্ট উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ভবন উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিঁনি বলেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, চট্টগ্রাম জেলা সমাজসেবা উপ-পরিচালক(ডিডি) মুহাম্মদ শহিদুল ইসলাম,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া ট্রাফিক বিভাগের টিআই স্নেহহাংশু বিকাশ সরকার, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,আওয়ামীলীগ নেতা এইচ গনি সম্রাট, এসএম আবদুল জব্বার, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মুহাম্মদ আরমান বাবু রোমেল, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন,পটিয়া উপজেলা সমাজসেবা অফিসার রায়হানা আকতার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী,কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক ও লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজুসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সাংসদ প্রফেসর ড.নদভীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও জেলা সমাজসেবা উপ-পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলামসহ অন্যান্যরা।

আরো পড়ুন