রবিবার, ১৬ জুন ২০২৪

লোহাগাড়ায় স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র পরিদর্শনে আইডিইএ এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সায়েম

প্রকাশিত : ৩:৫৬ অপরাহ্ন রবিবার, ১৬ জুন ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইডিইএ এর প্রকল্প পরিচালক (২য় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

১৯ মে সকালে উপজেলার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র,পরিদর্শন করেন তিনি এবং এলাকার বাসিন্দাদের মাঝে স্মার্ট বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল সায়েম। পরিদর্শন কালে তিনি স্মার্ট কার্ডের বিভিন্ন কেন্দ্র গুলো ঘুরে দেখেন।

পরিদর্শন কালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, প্রকল্প উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার খালিদ হাসান, সহকারি পরিচালক এসএম ইকবাল,লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুল শুক্কুর, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন, আধুনগর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা খালিদ জামিল,আধুনগর প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল মন্নান,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই হিরু বিকাশ দে, এসআই মাসুদ আলম, এএসআই এসএম রাশেদসহ জনপ্রতিনিধি,সাংবাদিকসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।

আইডিইএ এর প্রকল্প পরিচালক (২য় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোঃ সায়েম জানান, নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম। স্মার্টকার্ডে দেশের নাগরিকদের ডিজিটাল তথ্য সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে নাগরিক সম্পর্কে জানা যাবে। তাই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সেবার ক্ষেত্রে এর প্রয়োজন রয়েছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই স্মার্ট কার্ড উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। স্মার্টকার্ডের ডাটাবেজ সুরক্ষিত এবং ব্যক্তির চোখের আইরিশের প্রতিচ্ছবি ও দশ আঙ্গুলের ছাপ দিয়ে তৈরি।

আরো পড়ুন