বুধবার, ০৩ জুলাই ২০২৪

লোহাগাড়ায় স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন

প্রকাশিত : ৪:২৪ অপরাহ্ন বুধবার, ০৩ জুলাই ২০২৪

রায়হান সিকদার, দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় স্মার্ট কার্ড বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।২১ মার্চ বৃহস্পতিবার সকালে লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ মাঠে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী।বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এনামুল হক।লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্তকর্তা মোঃ আবদুল শুক্কুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিমসহ সকল জনপ্রতিনিধি,সাংবাদিক, রাজনৈতিক নেতা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।একইদিন বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রায় ১৮০০ বাসিন্দাদেরকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।উল্লেখ্য, লোহাগাড়ার ৯ইউনিয়নের ২লাখের অধিক বাসিন্দারা স্মার্ট কার্ড পাচ্ছেন। বড়হাতিয়া ইউনিয়নে ২৬হাজারের মত বাসিন্দারা স্মার্ট কার্ড পাবেন। ইউপির ১নং ওয়ার্ডের বাসিন্দাদের কে স্মার্ট কার্ড প্রদান করা হয়।এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ শেষ করে পর্যায়ক্রমে স্মার্ট কার্ডগুলো বিতরণ করা হবে। প্রত্যেক ইউনিয়নের বাসিন্দারা স্মার্ট কার্ড পাবেন বলে জানা গেছে।

আরো পড়ুন