রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

লোহাগাড়ায় “স্মার্ট উপজেলা ও স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এ্যাওয়ার্ড” বিষয়ক কর্মশালা

প্রকাশিত : ৫:৩৩ পূর্বাহ্ন রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ প্রতিষ্ঠা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে ” স্মার্ট উপজেলা ও স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এ্যাওয়ার্ড” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল(বুধবার) সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মুুহাম্মদ সাইফুল ইসলাম, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক,বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফয়েজ উল্যাহ চৌধুরী, চুনতি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু নঈম মোঃ আজাদ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার মনির উদ্দিন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভলপমেন্ট ফেসিলিটেটর আবু সাঈদ রানা,উপজেলা সহকারী সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর,বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার,আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত হোসাইন,মোস্তফা বেগম গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসান, সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজির হোসাইন,আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সঞ্জিব চৌধুরী, আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল মন্নান, পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি নাথ, লোহাগাড়া মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।

উপস্থিত সকলকে ৬টি ভাগে বিভক্ত করে বিভিন্ন বিষয়ভিত্তিক স্মার্ট আইডিয়া গ্রহণ করা হয়। গ্রুপগুলো স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ, স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট সামাজিক সুরক্ষা, স্মার্ট কৃষি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্মার্ট সেবা খাত, স্মার্ট প্রশাসন ও স্মার্ট ইউটিলিটি নিয়ে কাজ করেন।

সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট উপজেলা বিনির্মাণের জন্য আজকের এই কর্মশালা। স্মার্ট উপজেলা বিনির্মাণে উপজেলার যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্মার্ট উপজেলা বেস্ট আইডিয়া এ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আইডিয়া/প্রকল্প প্রস্তাব পিডিএফ ফরমেটে সংশ্লিষ্ট উপজেলার ওয়েবসাইট বা অনলাইন পদ্ধতিতে আগামী ১৫ এপ্রিল এর মধ্যে প্রেরণ করতে হবে। উপজেলার ওয়েবসাইটে প্রস্তাব দাখিল করার জন্য একটি গুগল ডক্স লিংক দেওয়া থাকবে। প্রস্তাবটি অবশ্যই যুগোপযোগী এবং বাস্তবায়নযোগ্য হতে হবে। উপজেলা পর্যায়ে সেরা তিনটি ও পরবর্তীতে জেলা পর্যায়ে সেরা তিনটি আইডিয়াকে পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন