শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:৫০ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদারঃ
সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।১৩ জুন (মঙ্গলবার) বেলা ৩টার দিকে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবা উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
হাসপাতাল সুত্রে জানা যায়, প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত সাধারণ জনগণ সরকারী হাসপাতালে এ সেবা পাবেন। মেডিকেল অফিসার ২০০ টাকা, বিশেষজ্ঞ ডাক্তার ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়। এর থেকে সরকারী ফান্ডে অর্ধেক টাকা জমা হবে। জনগণের আর্থিক খরচ কমাতে এ সেবা প্রদান। মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বৈকালিক স্বাস্থ্য সেবা। বিশেষ করে এ সেবায় জনগণ দীর্ঘমেয়াদি সুফল পাবেন।জনগণ সরকারী হাসপাতাল মুখী হবে। এতে চিকিৎসকরা নির্ধারিত সময়ের পর নির্দিষ্ট ফি নিয়ে রোগী দেখতে পারবেন। এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমান, কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুমন চৌধুরী, কনসালটেন্ট (সার্জারি) ডা. মোবাশ্বেরুল আমিন, কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. ইশতিয়াক খালেদ, সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. দেবরাজ বৈদ্য, সিনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) ডা. গিয়াস উদ্দিন, কনসালটেন্ট (চর্ম-যৌন) ডা. তাহমিনা আলম, ডাঃ রুনা আকতার,লোহাগাড়া থানার এসআই যুযুৎসু যশ চাকমা, হাসপাতালের ক্যাশিয়ার শহীদুল ইসলাম সহ সকল চিকিৎসক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যানারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন জনগণের জন্য স্বাস্থ্য সেবা বর্ধিতকরণে ও স্বাস্থ্যমন্ত্রী ডাঃ জাহেদ মালেক এমপি মহোদয়ের প্রচেষ্ঠায় স্বাস্থ্য সেবায় নতুন দিগন্তে বৈকালিক এ স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করেছেন। হাসপাতালের চিকিৎসকদের সপ্তাহে ২ দিন বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করবেন। ঔষুধ আমাদের যথেষ্ট রয়েছে, প্রয়োজন শুধু চিকিৎসকদের ইচ্ছাশক্তি। এই কার্যক্রমের সফলতা কামনা করছে আপনাদের উপরে। সাধারণ মানুষ যাতে করে বলতে পারে এটা একটা অত্যাধুনিক হাসপাতাল। এখানে মানুষ সু-চিকিৎসা পাচ্ছে। তাহলেই সবাই এখানে আসবে।বৈকালিক চিকিৎসা সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করছি।
প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেন, লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকে রুপান্তর হয়েছে, সকলের প্রচেষ্ঠায় এ হাসপাতাল আরও আধুনিক হবে। মানসম্মত সেবা পৌঁছে দিতে এ হাসপাতাল কাজ করছে। সকলকে সু-চিকিৎসা প্রদানে ব্রত হতে হবে। মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌছানোর জন্য প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলেছেন। দেশকে এগিয়ে নিতে সকলকে একসাথে ভাল ভাবে কাজ করতে হবে।