বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৪:৩৭ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মছদিয়া এলাকায় এলজিইডি কর্তৃক রুপনকৃত আকাশমনি গাছসহ মোট ৮০টি গাছ কর্তন ফেলেছে দুর্বৃত্তরা।
গতকাল রাতের আঁধারে কে বা কাহারা এসব বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে নিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক রুপনকৃত উপজেলার আধুনগর মছদিয়া সড়কের পাশে গাছগুলো রুপন করা হয়। গতকাল রাতে কে বা কাহারা গাছগুলো কর্তন করে নিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, সড়কের পাশে গাছগুলো প্রতি বছর এলাকার কিছু লোকজন কেটে নিয়ে যায়। তবে এগুলো বিষয়ে উপজেলা থেকে আমাদের কোন নির্দেশনা জানতে পারিনি।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর জানান, গাছ কর্তনের বিষয়টি শুনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মছদিয়া সড়কের পাশে আকাশমনি গাছসহ মোট ৮০টির মত বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে। গাছ কর্তনের বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।