শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:৩১ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ্ব ম্যালেরিয়া দিবস-২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৫ জুন ( বৃহস্পতিবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাকের আয়োজনে আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাক লোহাগাড়া উপজেলার ম্যানেজার নারায়ন কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমান,হাসপাতালের সহকারী সার্জন ডাঃ রায়হান উদ্দিন , জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাক লোহাগাড়া উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার দিলসাত জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ম্যালেরিয়া বিভাগের আবদুর রহমান মন্ডল,পরিসংখ্যানবীদ আবুল কালাম আজাদ, জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাক লোহাগাড়া উপজেলার ল্যাব টেকনেশিয়ান আপ্লুমা মার্মাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফবৃন্দরা উপস্থিত ছিলেন।