রবিবার, ১৬ জুন ২০২৪

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে এক মহিলার মৃত্যু

প্রকাশিত : ৪:২৯ অপরাহ্ন রবিবার, ১৬ জুন ২০২৪

রায়হান সিকদর, দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচাঁন্দা হানিফার পাড়ার আশ্রয়ন প্রকল্পের উত্তর পশ্চিমে এলাকায় বন্যহাতির আক্রমণে হামিদা বেগম(৫২) নামে এক মহিলার মৃত্য হয়েছে।

১৯ মে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক নিশ্চিত করেছেন।

নিহত হামিদা বেগম ওই এলাকার মৃত নাজির হোসেনের স্ত্রী এবং সে দু`সন্তানের জননী।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান জানান, ঘটনার দিন রাতে গজালিয়া দিঘীর পাড় দিয়ে বন্যহাতির দল তাদের এলাকার দিকে যাচ্ছিল।পহরচাঁন্দা আশ্রয়ন প্রকল্পের উত্তর পশ্চিমে এলাকায় হামিদা ঘর থেকে বের হয়ে দোকানে আসার পথে সামনে বন্যহাতির সামনে পড়ে।ওখানেই বন্যহাতির আক্রমণে দু সন্তানের জননী হামিদা মৃত্যুবরণ করেন।

লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই রায়হান বেপারিকে পাঠিয়েছি। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন