শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট বালক( অনুর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলা

প্রকাশিত : ৬:৪২ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট বালক( অনুর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় দু` শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন পদুয়া ইউনিয়ন বনাম লোহাগাড়া সদর।

৮ জুন বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

উদ্বোধনী খেলায় অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী,লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(এও) মোসলেহ উদ্দিন, লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন,একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার,মাস্টার নাছির, আলমগীর, নাছির উদ্দিন মেম্বার,পদুয়া ইউপি সচিব আনোয়ার হোসেন, লোহাগাড়া সদর ইউপির সচিব ওয়াকিল আহমদ,পদুয়া ইউপি মেম্বার আমানুল ইসলাম, শব্বির আহমদ, লোহাগাড়া সদরের আবদুস সবুর কন্ট্রাক্টর, নুরুল কবির,লোহাগাড়া ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফুল ইসলাম,পদুয়া ইউপির উদ্যোক্তা গিয়াস উদ্দিন, খেলা পরিচালনা কমিটির চিশতি, টুটুল, মোজাফ্ফর, জিয়াউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন অং মে।সহকারী রেফারির দায়িত্বে ছিলেন শাহিন শাহ, সাজ্জাদ।

খেলায় যৌথভাবে ধারা বর্ণনা দেন আইআইইউসির ক্রীড়া শিক্ষক মোঃ সেলিম উদ্দিন ও ধারাভাষ্যকার কায়সার হামিদ।

খেলায় পদুয়াকে ১ গোল করে লোহাগাড়া বিজয়ী লাভ করেন।

আরো পড়ুন