শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:৫৩ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ
২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ সরবরাহের নিমিত্তে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে লোহাগাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লোহাগাড়া উপজেলার ৯ইউপির বিভিন্ন এলাকার ১২৭০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রতি জনকে ২ কেজি করে ব্যুরো হাইব্রিড বীজের উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।
ইউএনও মোঃ আহসান হাবীব জিতু বলেন, আ’লীগ সরকার কৃষি বান্ধব।কৃষকদের কল্যাণে বর্তমান সরকারের অবদান অপরিসীম। কৃষকের পাশে সব সময় থাকে বর্তমান সরকার। প্রতি বছর উপজেলার হাজার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরণের বীজ প্রদান করে চলেছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করেছে আ’লীগ সরকার।উপজেলা প্রান্তিক কৃষকদেরকে বিনামূল্যে হাইব্রিড বীজ প্রদান করে যুগান্তকারী পদক্ষেপ স্হাপন করেছেন বলেও তিনি জানান।