শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

লোহাগাড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২২

প্রকাশিত : ১১:০৩ পূর্বাহ্ন শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

`সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি` এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ-২২ এর উদ্বোধন করা হয়েছে।

১৩ ডিসেম্বর সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সেবা ও প্রচার সপ্তাহ-২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী লামিয়া শারমীন।

অনুষ্ঠানে আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন,জনপ্রতিনিধি,সাংবাদিক, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য,সহকারী ও মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, জনগণকে প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়া, সেবা নিতে উদ্বুদ্ধ করা এবং প্রতিটি কর্মীকে সেবা দিতে আরো উৎসাহিত হওয়ার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতি বছর সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করে থাকে। মানুষের দৌড়গোড়ায় সেবা কার্যক্রম পৌঁছে দিতে হবে।

উল্লেখ্য, আগামী ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এ সেবা ও প্রচার চলবে বলে জানা গেছে।

আরো পড়ুন