বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত : ৬:৫৩ অপরাহ্ন বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

এবছর জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সমবায়ে গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ১টায় লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এক
র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ আরমান বাবু রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুর হোসেন।

এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার কর্মকর্তা ফয়েজুন্নেছা, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা কানিজ ফাতেমা, উজ্জীবন লোহাগাড়া শাখার পরিচালক তুষার কান্তি বড়ুয়া, লোহাগাড়া সিএনজি চালক কল্যাণ সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ রাশেল, উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহকারী মহিউদ্দিন প্রমুখ।

আরো পড়ুন