শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:৫৫ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় জলপাই পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
৭ নভেম্বর বিকেল ৪টার দিকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত যুবকের নাম মোঃ সেলিম উদ্দিন (৪০)। সে উপজেলার চুনতি ইউনিয়নের হাজির রাস্তাস্থ জান মোঃ সিকদার পাড়ার জামাল উদ্দিনের পুত্র এবং তিনি ৩ সন্তানের জনক বলে জানা গেছে।
নিহতের মামা শাহ আলম পল্টু জানান, গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে আমাদের বাড়ির পার্শ্বে ভাগিনা সেলিম জলপাই পাড়তে গাছে ওঠেন। এক পর্যায়ে অসাবধানতা বসত মাটিতে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। সেখানে তার অবস্থা অাশংকাজনক হলে তাকে চমেকে নিয়ে গেলে আজ মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।
লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেন নি।