রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

লোহাগাড়ায় ছেলেধরা গুজব,জঙ্গি,মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

প্রকাশিত : ৩:৩৩ পূর্বাহ্ন রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

গুজবে কান দিবেননা, গণপিটুনিতে হত্যা ফৌজদারী অপরাধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে দেশে অস্হিতিশীল পরিবেশ সৃষ্টি ও গনপিটুনী দিয়ে হত্যা বন্ধে দেশব্যাপী বাংলাদেশ পুলিশ কর্তৃক লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে উপজেলার সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজ,সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণের সাথে ৩০জুলাই সকালে আমিরাবাদ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারের হল রুমে গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে সমাবেশ অনুষ্টিত হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান,মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল। প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা। বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু । সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর,লোহাগাড়া ট্রাফিক পুলিশের টিআই মুজিবুর রহমান, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, চরম্বা ইউপির চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান,আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব মিয়া, কলাউজান ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ,আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আবদুল জব্বার, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর,উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য বাদশা খালেদ, যুবলীগ নেতা আদিল চৌধুরী।

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেছেন,

সাম্প্রতিক সময়ে একদল দুষ্টবুদ্ধিসম্পন্ন চক্র বিভিন্ন এলাকায় যে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, এতে করে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পদ্নাসেতু কিংবা বড় প্রকল্প নির্মাণে কল্লা লাগার বিষয়ে যে গুজব সৃষ্টি হয়েছে তার কোন ভিত্তি নেই।দেশের চলমান উন্নয়ন ঠেকাতে ষড়যন্ত্রকারীরা অস্ত্র হিসেবে বেছে নিয়েছে ছেলেধরা গুজব।
ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি বা কোনোরকম মারধর না করে থানা পুলিশের নিকট সোপর্দ করুন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেছেন,
গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ।
ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার অনুরোধ জানান।

সমাবেশে উপজেলার সকল জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন