শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৬:১০ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
লেহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন লোহাগাড়ায় পল্লী বিদ্যুতের গ্রহক হয়রানি, ক্রমাগত লোড শেডিংয়ে বিপর্যস্ত গ্রাহকরা জোনাল অফিস ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
১৮ জুন(মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগাড়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের সামনে ৩নং ফিডারের পল্লী বিদ্যুতের গ্রাহকরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশ শেষে উত্তেজিত জনতা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করেন। পরে ডিজিএর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে কর্মসূচি সমাপ্তি করেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মুসলিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ, মো. রাশেদুল ইসলামসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা জানান,যখন তখন বিদ্যুৎ বন্ধ, মাত্রাতিরিক্ত লোডশেডিং, পল্লীবিদ্যুতের সীমাহীন স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে।
চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহজাহান বলেন, আধুনগর ৩নং ফিডার এলাকাটির গ্রাহকরা বিদ্যুতের দাবিতে অফিসে এসে ফোন দেন। ফোনে তাদের সঙ্গে কথা হয়েছে।আমরা তো সেবা দিতে এসেছিে। আশ্বস্ত করেছি বিদ্যুৎ সরবরাহে সমবণ্টন থাকবে। আমরা যেভাবে বিদ্যুৎ পাচ্ছি ঠিক সেইভাবে সরবরাহ করছি।