শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৬:৩১ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন। শিক্ষা মন্ত্রনালয়ের অধিনে জাতীয় শিক্ষা সপ্তাহ-১৯ কর্মসুচির আওতায় অত্র উপজেলায় তাকে শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।
জানা যায় ,জাতীয় শিক্ষা সপ্তাহ-১৯ উপলক্ষে লোহাগাড়া উপজেলা বাছাইকৃত কমিটি কর্তৃক মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হন।বর্তমানে তিনি উপজেলা স্কাউটস কমিশনার ও উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাস্টার নাছির উদ্দিনের বাড়ী পটিয়া উপজেলার আশিয়া গ্রামে।
তিনি ২০১৪সাল হতে পুটিবিলা উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাস্টার নাছির উদ্দিন উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা তাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন।