মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

লোহাগাড়া প্রেস ক্লাবের ঈদ পূর্ণমিলন

প্রকাশিত : ১:১৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ জুন ২০২৪


লোহাগাড়া প্রেস ক্লাবের ঈদ পূণমিলনী গত ১৩ জুন বৃহষ্পতিবার বিকেল ৫টায় স্থানীয় পিস পার্ক রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সাংবাদিক দৈনিক আজাদী প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন, লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আব্দুল খালেক, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেশ রূপান্তর প্রতিনিধি অধ্যাপক পুষ্পেন চৌধুরী, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার সিরাজুল ইসলাম, লোহাগাড়ানিউজ২৪ডটকম’র প্রকাশক মারুফ খান, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মানবজমিন প্রতিনিধি এইচ এম জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানবকন্ঠ প্রতিনিধি মোঃ জাহেদুল ইসলাম, কোষাধ্যক্ষ আলোকিত বাংলাদেশ প্রতিনিধি খোকন সুশীল, এশিয়ান টিভি প্রতিনিধি ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল জনি, সি-প্লাস অনলাইন টিভি লোহাগাড়া-সাতকানিয়া প্রতিনিধি এরশাদ হোসাইন ও সিটিজিটাইমস লোহাগাড়া প্রতিনিধি আলাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ঈদের আনন্দে গণমানুষের কল্যাণে সাংবাদিকদের কলম হোক নিবেদিত। লোহাগাড়ায় এ প্রথম সাংবাদিকদের ঈদ পুণমিলনী অনুষ্ঠানের আয়োজন করায় প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও তৃণমূল সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের দাবী জানান বক্তারা।
উক্ত ঈদ পুণমিলনী অনুষ্ঠানে লোহাগাড়ায় কর্মরত জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ##

আরো পড়ুন