শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশিত : ৭:০১ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে মো. আবদুল খালেক (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। সে উপজেলার চুনতি আশকর আলী পাড়ার মৃত ওমর আলীর ছেলে।

রোববার (৭ই মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের গহীণন জঙ্গলে লাম্বা শিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, হাতির আক্রমেন নিহত কৃষক প্রতিদিনের ন্যায় ঘটনারদিন রাতে তার রুপনকৃত জমির ধান পাহারা দিচ্ছিল। এসময় গহীন জঙ্গলের লাম্বা শিয়া এলাকায় একটি বন্যহাতির পাল তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মু. রাফিকুল ইসলাম জামান জানান, ঘটনার খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজোয়ানুলের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে নিহত কৃষকের লাশ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

আরো পড়ুন