বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৫:৪৪ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদের ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মোবাইলে কল করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। তিনি এই প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
আজ ৪ অক্টোবর (শুক্রবার) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ফোন করে বলা হয় ‘আমি ইউএনও তৌছিফ আহমেদ বলছি, আপনার প্রতিষ্ঠানে একটি ল্যাপটপ দেয়া হবে। আপনি এ নম্বরে দ্রুত সাত হাজার টাকা পাঠিয়ে দেন।’ এভাবে কারো কাছে পাঁচ হাজার টাকা, কারো কাছে ছয় হাজার টাকা করে চাঁদা দাবি করেন। বিষয়টি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি তাদের কাউকে এধরনের প্রতারণার ফাঁদে না পড়ার আহবান জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, একটি চক্র সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের সিম কার্ড ক্লোন করে প্রতারণার চেষ্ঠায় লিপ্ত। তাই সবাইকে এ প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।