শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৯:১০ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মধু মাসের অন্যতম ফল লিচু এখন সবার হাতের নাগালে। দাম সাধ্যের মধ্যে থাকায় সব শ্রেণির মানুষ লিচুর স্বাদ পাচ্ছেন। এবছর ফলন বৃদ্ধি পাওয়ায় প্রচুর লিচু মিলছে বাজারে।
৭জুন (রবিবার) দুপুরে উপজেলার বটতলী মোটর ষ্টেশনে দেখা যায় বিক্রেতারা সারি সারি ভাবে সাজিয়ে বিক্রি করেছে লিচু । সবুজ পাতার সাথে লাল টুকটুকে লিচু। ক্রেতাদের দৃষ্টি আটকে দেয়। প্রতি ১০০ লিচুর দাম ১৫০-১৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ।
লিচু ব্যবসায়ী হেলাল উদ্দিন ও শহীদ আলম জানান, দেশের বিভিন্ন স্থান থেকে বুম্বাই মোজাফফরি ও চায়না থ্রি লিচু বাজারে এসেছে । লিচুর দাম প্রতি বছর একটু বেশি থাকলেও এবার সাধ্যের মধ্যে। ফলে সব শ্রেণিপেশার মানুষ লিচু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
আর ক্রেতারা জানান, বাজারে লিচু উঠলে দাম একটু বেশী। তারপরও কিনতে হচ্ছে। যেহুতে মৌসুমী ফল। স্বাদ ভালো, মিষ্টি আছে। দামও সহনীয়।’