শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মি টু আন্দোলন,ইন্ডিয়ান আইডল থেকে বাদ পড়লেন আনু

প্রকাশিত : ৮:২১ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক,দেশবাংলা ডটনেট

একের পর এক যৌন হয়রানি নিয়ে মুখ খুলছেন বলিউডের অভিনেত্রীরা। সাজিদ খান, অলোকনাথের পর এবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে আনু মালিকের বিরুদ্ধে। শিল্পী সোনা মহাপাত্র ও শ্বেতা পণ্ডিতের পর আরও দুই নারী যৌন হয়রানির অভিযোগ আনলেন আনু মালিকের বিরুদ্ধে।

আনু মালিকের বিরুদ্ধে অভিযোগ করে এক নারী ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার সঙ্গে অনুর দেখা হয় ১৯৯০ সালে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে। সেখানেই আনু তাকে জোর করে জড়িয়ে ধরেন। পরে ক্ষমাও চেয়ে নেন। এখানেই শেষ নয়। একদিন আনুর বাড়ির কেউ ছিলেন না। সেদিন উনি আমার স্কার্ট তুলে ধরেন। ওকে ঠেলে সরানোর চেষ্টা করছি এমন সময় দরজার বেল বেজে উঠল।

ওই ঘটনার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করেন আনু। এদিকে অনু মালিকের বিরুদ্ধে এমন অভিযোগের পর ‘ইন্ডিয়ান আইডল ১০’-এর বিচারকের আসন থেকে আনু মালিককে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সনি টেলিভিশন।

আনু মালিকের বিরুদ্ধে একাধিক নারীর যৌন হেনস্থার অভিযোগ আসার পর সনি টেলিভিশন একটি জরুরি বৈঠক করে। ওই বিঠকেই সিদ্ধান্ত হয়, তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত আনু মালিক বিচারকের পদে থাকতে পারবেন না।

আরো পড়ুন