শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মানবিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে টিসিজেএ

প্রকাশিত : ৬:৫৪ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

করোনা যুদ্ধে সংবাদ সংগ্রাহের সংবাদ শ্রমিকরা এবার পাশে দাঁড়িয়েছে সমাজের অসহায় মানুষের পাশে। বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা ইফতার তুলে দেওয়ার জন্যও এগিয়ে এসেছে টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম।
এসোসিয়েশনের উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে বন্দন নগরীর বিভিন্ন এলাকার পথচারী , অসহায়,দুস্হ,শারীরীক ও মানসিক প্রতিবন্ধী এবং ভবঘুরেদের মাঝে ইফতার বিতরণ করা হয় । বিকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম মসজিদ চত্বরে এই কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।উপস্হিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রুপম চত্রুবর্তী , টিসিজেএ সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক দীপস্কর দাশ বাবু,সহ সভাপতি আলী আকবর,সাবেক সাধারণ সম্পাদক মো: ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক মো: আলমগীর,কার্যনিবার্হী কমিটি সদস্য মো: নুর হাসিব ইফরাজ,মো: সাইফুল ইসলাম , সাইমুন আল মুরাদ, টিসিজেএ সদস্য সুমন গোস্বামী , সনজীব দেব বাবু,বাসু দেব,ইমু খান সহ টিসিজেএ নেতৃবৃন্দ ।
প্রেসক্লাব সভাপতি বলেন,এই করোনা মহামারী কালে সঠিক চিত্রটি তুলে ধরার জন্য টিভি ক্যামেরা জার্নালিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন করে যাচ্ছেন ।এই কাজের ফাঁকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে মহতি উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি এসোসিয়েশনের সকল কর্মকর্তা এবং সদস্যদেরকে সাধুবাদ জানাই । যে কোন বিপদে মানবতার সেবায় টিসিজেএ সবসময় পাশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
পরে নগরীর কাজীর দেউরী, জুবিলী রোড, ডিসি হিল, লালদীঘি সহ বিভিন্ন সড়কে পথচারি ও অসহায়দের মাঝে এই রান্না করা খাবার বিতরন করা হয়।
বার্তা প্রেরক
এনামুল হক
সভাপতি
টিসিজেএ

আরো পড়ুন