শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বড়হাতিয়ায় করাতকলে আগুন, রক্ষা পেল মেশিন,পুড়ে গেল ক্যাশ টেবিল ও প্রয়োজনীয় কাগজাদি

প্রকাশিত : ৬:০৪ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

রায়হান সিকদার, দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নে মনু ফকির হাট বাজারে দুর্বৃত্তের দেওয়া আগুনে শাহ জব্বাদিয়া সমিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। রক্ষা পেয়েছে মেশিন। পুড়ে ছাই হয়ে গেছে ক্যাশ টেবিল ও প্রয়োজনীয় কাগজাদি।

২০ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম জিয়াবুল হক(৫৮)। তিনি সাতকানিয়া উপজেলার গারাঙ্গীয়া হাতিয়ার কুল এলাকার মৃত আহমদ কবিরের পুত্র।

ক্ষতিগ্রস্ত শাহ জব্বাদিয়া সমিলের স্বত্বাধিকারী
জিয়াবুল হক জানান, কোরবানি ঈদ উপলক্ষে সমিল বন্ধ ছিল। কে বা কাহারা আমার সমিলে আগুন লাগিয়ে দেয়। বাজার থেকে এক ব্যবসায়ী খবর দিলে আমি বাড়ি থেকে দ্রুত এসে দেখতে পাই সমিলে থাকা ক্যাশ টেবিল, প্রয়োজনীয় কাগজাদি ও কাঠ পুড়ে ছাই হয়ে যায়। ভাগ্যিস মেশিন রক্ষা পায়। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া জানান, বিষয়টি ক্ষতিগ্রস্ত জিয়াবুল আমাকে অবহিত করেছে। স্থানীয় ইউপি সদস্যকে খোঁজ-খবর নেওয়ার জন্য,বলা হয়েছে।

আরো পড়ুন