শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৬:৪৭ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যাবহী শিক্ষা প্রতিষ্ঠান বার অাউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের
গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা,ঐতিহ্যবাহী মল্লিক ছোবাহান হাজির পাড়ার আব্দুর রহমান চৌধুরীর দ্সুযোগ্য সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মুহাম্মদ আবদুল জলিল চৌধুরী বাহাদুর।
গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলরের আদেশক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ড.মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে আবদু্ল জলিল চৌধুরী বাবুলকে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
৩১ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে এলাকার শুভাকাঙ্ক্ষীরা কলেজ ক্যাম্পাসে এক সংবর্ধনা আয়োজন করেন এবং কলেজের হল রুমে তাকে ফুলেল শুভেচ্ছাও জানান তারা।
এসময় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অায়োজনে একটি পিকনিকের অায়োজনও করেন এলাকাবাসীরা।
কলেজের নব নির্বাচিত সভাপতি আবদুল জলিল চৌধুরী বাহাদুর কলেজে আগমণ করলে কলেজের শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর পক্ষ থেকে এক ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ফয়েজ উল্লাহ চৌধুরী , ডিভাইন গ্রুপের এমডি, আমিরাবাদের কৃতি সন্তান শিল্পপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম ইউনুচ, আমিরাবাদ ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান চৌধুরী বাবুল, সমাজ সেবক তৌহিদুল ইসলাম চৌধুরী,আওয়ামীলীগ নেতা আলমগীর চৌধুরী মনি, যুবনেতা বাহাদুরসহ এলাকার মান্যগণ্য ব্যাক্তিরা।