শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:৩৩ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির সদস্যদের অংশগ্রহণে মোহাম্মদ আব্দুল আজিজ মাহফুজ এর সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত
প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক, প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এতে অংশ নেন চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া সহ সারাদেশের অন্তত ৩৫ জন সাংবাদিক।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকাস্থ প্রেস কাউন্সিল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান ও সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক বিচারপতি এএফএম আব্দুর রহমান।
এছাড়াও প্রেস কাউন্সিলের সদস্য ডক্টর উৎপল কুমার সরকার, প্রেস কাউন্সিলের সচিব, তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: শাহ আলম ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় নিজামুল হক নাসিম সাংবাদিকদের আচরণ এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সাংবাদিকদের কর্মক্ষমতা বিষয়ে স্বচ্ছ ধারণা দেন