শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৬:৩৪ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেট মিনিকার জব্দ করা হয়।
আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার টেকনাফ নাইক্ষ্যংখালী এলাকার কালা মিয়ার পুত্র মোহাম্মদ আলী(২৭), চকরিয়া সিকদার পাড়ার মৃত আবদুল হাজির পুত্র মুছা(৫০) এবং একই এলাকার নজির আহমদের পুত্র ইসমাঈল(২৫)।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট মিনিকার থামিয়ে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
জব্দকৃত ১০হাজার পিচ ইয়াবার মুল্য ৩০ লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।
আটককৃতদের বিরুদ্ধে থানায় দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১৫ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।