শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশী গৃহহীন বিধবা রুমা নাথ

প্রকাশিত : ৭:২৩ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম)  প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার  চরম্বা ইউনিয়নের ধুপি পাড়া   এলাকার মৃত মিলন কান্তি নাথের স্ত্রী বিধবা রুমা নাথ বিগত ১৮বছর পুর্বে স্বামীর মত্যুর পর যখন অসহায় ২ছেলে মেয়েকে নিয়ে অসহায় মাধা গোজার ঠাই নাই। স্বামী মারা যাওয়ার পর বিধবা রুমা নাথ অতি কষ্টে দিনাতিপাত করছিল। বিধবা রুমা নাথ পরের বাড়ীতে এবং ধানক্ষেতে কাজ করে ছেলে-মেয়েদেরকে লালন পালন করতো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদফতর সুত্রে জানা যায়,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার টি.আর. কর্মসুচীর আওতায় র্দুযোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ২০১৮-১৯ অর্থবছর উপজেলার ৯টি ইউনিয়নে ৮টি দুর্যোগ সহনীয় বাড়ীর জন্য ২০ লক্ষ ৬৮ হাজার ২শত ৪৮ টাকার প্রকল্পে বরাদ্ধ হয়।

তখন বিধবা রুমা নাথের নামে একটি বাসগৃহ/ঘর বরাদ্ধ হয়।  ঘরের চাবি পেয়ে  অনেক বেশী খুশী রুমা নাথ। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেছেন এবং অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ কামরুল হোসাইন  সাংবাদিকদের বলেন,প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার টি.আর. কর্মসুচীর আওতায় র্দুযোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ২০১৮-১৯ অর্থবছর  উপজেলায় ৯টি ইউনিয়নে ৮টি দুর্যোগ সহনীয় বাসগৃহ ২০ লক্ষ ৬৮ হাজার ২শত ৪৮ টাকার বাসগৃহ প্রকল্প বরাদ্দ দেওয়া হয়।
অসহায় ৮পরিবার দুর্যোগ সহনীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে  খুশী।

আরো পড়ুন