শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পক্ষপাতিত্ব ও অনিয়মের কারণে খেলায় লোহাগাড়ার হার!

প্রকাশিত : ৭:০৭ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জেলা পর্যায়ে অনুষ্ঠিত খেলায় প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সাতকানিয়ার সাথে জয়লাভ করলেও আজকের খেলায় বাঁশখালীর সাথে ১-৪ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

সুত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার টিমে কয়েকজন অবৈধ খেলোয়াড় খেলছে, এই অভিযোগ দেওয়া স্বত্ত্বেও আমাদের অভিযোগ আমলে নেয়নি। তাছাড়া রেফারি আমাদের বিরুদ্ধে অনেক বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন।

টিম ম্যানেজার মুহাম্মদ সাঈদ মাহমুদ চিশতি জানান, খেলায় অনিয়ম হয়েছে। খেলায় রেপারী পক্ষপাতিত্বের কারণে আমরা হেরেছি।

উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাস্টার এসকে সামশুল আলম জানান,খেলায় রেপারী পক্ষপাতিত্ব করেছে। এ জন্য আমরা খেলায় হারিয়েছি। আমরা বাঁশখালীর অবৈধ খেলোয়াড়দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি এবং এই ম্যাচের ফলাফল বাতিলের জন্য আবেদন করবো।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, অবৈধ খেলোয়াড়ের বিষয়টি প্রমাণসাপেক্ষ ব্যাপার। তবে আমাদের সামর্থ্য অনুযায়ী সঠিক দল গঠন হয়নি বলে আমি মনে করি। কোচ, ম্যানেজারসহ দলের সাথে সম্পৃক্তরা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। এটি স্পষ্ট। তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এ বিষয়ে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা প্রশাসক মহোদয় কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ মুঠোফোনে উক্ত প্রতিবেদককে  জানান, এ বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সেটা আমি রিসিভ করেছি। বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও তিনি জানান।

আরো পড়ুন