শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:২৬ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
বিনোদন ডেস্ক,দেশবাংলা ডটনেট
বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌসকে এবার দেখা যেতে পারে জাতীয় সংসদ নির্বাচনে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে ঘুরে এসেছেন। আর এরপর থেকেই এই গুঞ্জনের শুরু। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ ক’জন চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে ফেরদৌস দেশের বাইরে রয়েছেন। দেশে ফিরেই নির্বাচন প্রসঙ্গে মুখ খুলবেন এই অভিনেতা।
তাদের মতে, আসছে নির্বাচনে ফেরদৌসকে যশোর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখার সম্ভাবনা রয়েছে। তিনি ওই আসনে মনোনয়নপ্রত্যাশী। এরই মধ্যে আওয়ামী লীগের উপর মহল থেকে গ্রিন সিগন্যালও পেয়েছেন ফেরদৌস।
ফেরদৌসের অভিনীত প্রথম চলচ্চিত্র প্রয়াত নায়ক সালমান শাহ এর অসমাপ্ত কাজ বুকের ভিতর আগুন। এটির পরিচালক ছিলেন ছটকু আহমেদ। পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন নিয়মিত। মিট্টি নামে একটি বলিউড এর চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ১৯৯৮ সালে তিনি খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।