শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

দোহাজারীতে যুবলীগ নেতা গাজী’র ঈদে মিল্লাদুরনবী ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত : ৮:৪৮ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দোহাজারী পৌরসভাস্থ ঈদ পুকুরিয়া মসজিদ মাঠে যুবলীগ নেতা শাহজাহান গাজী মুজিব শতবর্ষে ঈদে মিল্লাদুরনবী ও বৃক্ষরোপণ কর্মসূচি তবরুক বিতরণের মাধ্যমে নিজের ৩৮তম জন্মদিন পালন করেন।

জন্মদিন উপলক্ষে ব্যতিক্রম এ উদ্যোগে শাহজাহান গাজী বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন।

শাহজাহান গাজী বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। স্বাধীনতার পর থেকে এ দেশকে একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নের বীজ বপন করে দিয়েছিলেন।১৯৭১সালে যুদ্ধের সময় প্রকৃতির যে ক্ষতি হয়েছিল, সে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তিনি দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়েছিলেন। গণভবন, বঙ্গভবন ছাড়াও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের অনেক গাছ বঙ্গবন্ধুর স্মৃতি বহন করে। উপকূলীয় অঞ্চলে যে সবুজ বেষ্টনী আমরা দেখি, তা–ও শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরেই।

মোটকথা বাংলাদেশের জীববৈচিত্র্য ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় তিনি দেশের মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেছিলেন।

তারাই ধারাবাহিকতায় ২০২০ সালে জাতির জনকের শততম জন্মবার্ষিকীতে এ বছরে সরকারি–বেসরকারিভাবে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে জাতির জনকের সবুজ বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি মাত্র। আমার ক্ষুদ্র প্রয়াসে বিভিন্ন জাতের ২ হাজার ফলজ,বনজ,ওষুধি গাছের চারা বিতরণ ও রোপণ করব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য জামিরজুরি রজবীয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা আহমদ হোসেন আল কাদেরী, দোহাজারী পৌরসভার সমাজিক মানবতার সংগঠন মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা আলহাজ্ব লোকমান হাকিম, চন্দনাইশ উপজেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম শাহনাওয়াজ চৌধুরি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি তরুণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, দোহাজারী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ আবু তাহের, ৪নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসীমউদ্দীন, উক্ত মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন আনসারী, মাওলানা সাইফুল ইসলাম,আঞ্জুমান ইশাতে আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদ পুকুরিয়া শাখার সংগ্রামী সভাপতি আমির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক যুবনেতা সালাউদ্দিন রাসেল, যুবনেতা মোঃ রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ খান জয়, দোহাজারী পৌরসভা ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম তোহা, সাইফুল ইসলাম খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাকিব, হিরো, নিজাম, আমির, আরো অসংখ্য আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।

আরো পড়ুন