শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:১৯ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আজ ১০ জানুয়ারি সকালে নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপি শপথ নিয়েছেন। সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী এ শপথ বাক্য পাঠ করেন বলে জানা গেছে।শপথ গ্রহণ শেষ করে দলীয়,নেতাকর্মীদেরকে সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপি।এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য,স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আমম মিনহাজুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী,যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটনসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।