রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন চট্টগ্রামের আবু নাসের

প্রকাশিত : ৮:২১ পূর্বাহ্ন রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটনেট

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন আবু নাসের।

বিসিএস (তথ্য) ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা মো. আবু নাছেরকে বুধবার (৩ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা পদে প্রেষণে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়ার সন্তান আবু নাসের
এর আগে আইসিটি মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমে কাজ করেছেন।

আবু নাসের তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা এবং দোয়া কামনা করে এ প্রতিবেদককে বলেন “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মত প্রতিষ্ঠানে দায়িত্ব পালন অনেক চ্যালেন্জিং হবে,তবে আগেও যেহেতু বিভিন্ন মন্ত্রণালয়ে এ দায়িত্ব পালনের সুযোগ হয়েছে এখানে দায়িত্ব পালন করতেও তেমন অসুবিধা হবেনা ইনশাল্লাহ্”।

 

আরো পড়ুন