শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:৩৬ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফকে সংবর্ধনা দিয়েছে লোহাগাড়া উপজেলা প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশন।
হেলথ সিষ্টেমস স্ট্রেংদেনিং- এইচএসএস রেটিংসে চট্টগ্রাম বিভাগে প্রথম ও সারা বাংলাদেশে ষষ্ট স্থান হিসেবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্জন করায় উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফকে সম্মাননা প্রদান করা হয়।
২৫ নভেম্বর সকালে সম্মাননা প্রদান শেষে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নেতৃবৃন্দের সাথে উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মোঃ আরমান বাবু রোমেল, লোহাগাড়া জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ রিটন দাশ, লোহাগাড়া জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, লোহাগাড়া কেমিস্ট এন্ড ড্রাগিস্টের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, লোহাগাড়া মা শিশু হাসপাতালের পরিচালক মোঃ আখতার উদ্দিন, রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের পরিচালক মোঃ সাহাব উদ্দিন, লোহাগাড়া আধুনিক হাসপাতালের পরিচালক মোঃ হেলাল উদ্দিন, লোহাগাড়া মেটারনিটি হাসপাতালের পরিচালক কাঞ্চন কান্তি দাশ এবং লোহাগাড়া উপজেলা প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের হিসাব রক্ষক মোঃ কায়ছার।
মতবিনিময় সভায় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেক বেসরকারি হাসপাতালে দুটি করে গরীর গর্ভবতী রোগীদের কে বিনামূল্য চিকিৎসা প্রদান করবেন বলে বেসরকারি হাসপাতালের নেতৃবৃন্দরা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফকে আশ্বাস প্রদান করেন।