বুধবার, ২৬ জুন ২০২৪

টিলা কাটার দায়ে লোহাগাড়ায় আওয়ামী লীগ নেতাকে ৫০হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ৫:৫৫ পূর্বাহ্ন বুধবার, ২৬ জুন ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আধুনগর ইউনিয়নের কুলপাগলী এলাকায় টিলা কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির বদ`কে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

১৬ জুন দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযানকালে আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলার আধুনগর কুলপাগলী এলাকায় টিলা কাটার খবর পেয়ে পরিদর্শন করি। টিলা কাটার ঘটনায় জড়িত থাকার কারণে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারামতে আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির বদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। তিনি আরও জানান, পাহাড়,টিলা, মাটি কাটা সম্পূর্ণ অপরাধ। আগামীতে কেউ এ ধরণের পাহাড় কাটার ঘটনায় জড়িত থাকলে যতই প্রভাবশালী হোক আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরো পড়ুন