শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:১৪ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,বান্দরবান থেকে ফিরেঃ
পর্যটন নগরী খ্যাত বান্দরবান পার্বত্য জেলা। প্রকৃতিক সৌন্দর্যের নিদর্শনের অন্যতম এলাকাজুড়ে বান্দরবান এলাকা।
সৌন্দর্যময় বান্দরবান সদরে অফিসার্স ক্লাবের সামনে দৃষ্টিনন্দন, নান্দনিক ও মনোমুগ্ধকর পরিবেশে নির্মিত জমকালো আয়োজনের মধ্য দিয়ে আবাসিক হোটেল গ্র্যান্ড ভ্যালীর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৮ ডিসেম্বর সকালে আবাসিক গ্র্যান্ড ভ্যালীর উদ্বোধন করেন চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
গ্র্যান্ড ভ্যালীর চেয়ারম্যান, সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান, পদুয়া ফরিয়াদেরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র,বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবি,বান্দরবান জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাবুল,বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ, বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল কুদ্দুস,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী।
শারমিন আকতারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল কবির সওদাগর, হোটেল গ্র্যান্ড ভ্যালীর এমডি আলহাজ্ব শহীদুল ইসলাম মেম্বার, মুহাম্মদ ওসমান গনি, মুহাম্মদ মোজাম্মেল হক রুবেল সহ, রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্হিত ছিলেন।
উদ্বোধন শেষে গ্র্যান্ড ভ্যালীর পক্ষ থেকে ২হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়।