রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:৪০ অপরাহ্ন রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া ধইন্যার বিল ও উলুবনিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩২হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
৭ নভেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
অভিযানকালে পদুয়া ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদিসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান,উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া ধইন্যার বিল ও উলুবনিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচ্লনা করে ৩২ হাজার ঘনফুট বালু জব্দ করি। জব্দকৃত বালু গুলো নিলামে বিক্রি করা হবে বলেও তিনি,জানান।