শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৩য় খেলায় হাটহাজারী মাদার্সা ফুটবল একাদশ বিজয়ী

প্রকাশিত : ৭:১১ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২২ এর ১ম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আহবায়ক জহির উদ্দীন জহিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবাইল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও এমপি গোল্ডকাপ টুর্নামেন্টের সদস্য সচিব এস.কে সামসুল আলম,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, সাবেক মেম্বার নাছির, ক্রীড়াপ্রেমী আবু তাহেরসহ বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

খেলায় কর্ণফুলী ফুটবল ক্লাবকে ২-০ গোলে
হারিয়ে বিজয়ী হন হাটহাজারী মাদার্সা ফুটবল একাদশ

খেলায় পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি বিশ্বজিত সাহা,সহকারী রেফারি ছিলেন ইফতেখার, টুটুল । সুন্দর ভারে ধারাবর্ণনা করেন আব্দুল মন্নান আজাদ, সেলিম উদ্দীন ও কায়সার হামিদ ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হাটহাজারী মাদার্সা ফুটবল একাদশের ডিফেন্ডার জুয়েল।

আরো পড়ুন